বিয়ের রাতে উধাও কনে, ১৩ দিন ধরে অনশনে বর!

ভারতে প্রতিদিন ঘটে এমন কিছু চাঞ্চল্যকর ঘটনা যা দেখে আশ্চর্য হয়ে যায় সবাই। বিয়ের আসরে এই পর্যন্ত অনেক অবাক করা ঘটনা ঘটলেও, এবার বিয়ের রাতে পরিবারের এক আত্মীয়র সঙ্গে পালিয়ে যান কনে। এই জন্য ১৩ দিন ধরে অনশনে বর।
উৎসবমুখর আয়োজনে বিয়ে করতে গিয়েছিলেন বর। কিন্তু বিয়ের আসরে গিয়ে দেখেন কনে নেই। কনেকে ছাড়া বাড়ি ফিরবেন না— বলে অনশনে বসে যান বর। এই ঘটনার ১৩ দিন পর কনেকে পুলিশ উদ্ধার করার পর তাদের বিবাহ সর্ম্পূন করা হয়।

ভারতের রাজস্থান প্রদেশে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম বলছে, গত ৩ মে রাজস্থানের শিরোহি জেলায় বিয়ে ঠিক হয়েছিল এক যুগলের। কিন্তু বিয়ের রাতে পরিবারের এক আত্মীয়র সঙ্গে পালিয়ে যান কনে। এই ঘটনা জানাজানি হওয়ার পর অস্বস্তিতে পড়ে যায় কনেপক্ষ। বরপক্ষের কাছে ক্ষমাও চায় কনের পরিবার। কিন্তু কনেকে না নিয়ে তারা বাড়ি ফিরবেন না বলে জানিয়ে দেয় বরযাত্রীরা।

কনেকে না নিয়ে বাড়ি ফিরলে তাদের ভাবমূর্তি খারাপ হবে, এই কারণেই তারা সেখানে থেকে যান। এরপর থানায় তরুণীর নামে নিখোঁজ ডায়েরি করা হয়। পরে ওই তরুণী ও তার আত্মীয়কে উদ্ধার করে পুলিশ। ১৩ দিন পর কনে বাড়ি ফিরতেই আবার ঘটা করে বিয়ের আসর বসে। তার পরেই মধুর সমাপন ঘটে এই যুগলের।

তবে এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি। এই প্রথমই বিয়ের আসর থেকে কনে উধাও হওয়ার ঘটনা ঘটল। এমন ঘটনার জেরে ঐ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সূত্র: আনন্দবাজার

About the Author: Boss

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *