সৌদি আরবে দ্যুতি ছড়ালো প্রিয়াঙ্কার গা্তউনের দাম শুনলে অবাক হবেন

রেড সি ফিল্ম ফ্যাস্টিভ্যাল উপলক্ষে সৌদ আরবের জেদ্দায় তারকাদের মিলনমেলা বসেছিল। হলিউডের পাশাপাশি বলিউড থেকেও হাজির হয়েছিলেন একঝাঁক তারকা শিল্পীরা। এ তালিকায় রয়েছেন— শাহরুখ খান, কাজল, কারিনা কাপুর খান, সাইফ আলী খান, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর প্রমুখ। মরুর দেশে লাল গালিচায় রূপের দ্যুতি ছড়িয়েছেন তারা।

এ উৎসবের বিভিন্ন মুহূর্তের ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বলিউড তারকারা। অন্যদের মতো প্রিয়াঙ্কার চোপড়ার উপস্থিতি নেটিজেনদের নজর কড়েছে। তার ইনস্টাগ্রামের কমেন্ট বক্স অন্তত সে কথাই বলছে। প্রিয়াঙ্কার কয়েকটি ছবিতে দেখা যায়— চোখের পাপড়িত মাসকারা, ঠোঁটে লিপস্টিক। কানে পান্নার দুল। গলায় হীরার নেকলেস। মাথার চুলগুলো অগোছালোভাবে ছেড়ে দেওয়া। আর পরনে সোনালি রঙের গাউন। সব মিলিয়ে মোহমীয় প্রিয়াঙ্কা।

এ সাজের মধ্যে প্রিয়াঙ্কার পরনের সোনালি রঙের গাউনটি বিশেষভাবে নেটিজেনদের নজর কেড়েছ। কারণ রাশিয়ান বিলাসবহুল ব্র্যান্ড টম ওয়ার্ড প্রস্তুত করেছে এই পোশাক। শীতের সিজন উপলক্ষে তারা বাজারে এনেছে গাউনটি। যার মূল্য ২১ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২১ লাখ ৫১ হাজার ৪৬০ টাকা।

প্রিয়াঙ্কার হাতে বর্তমানে বেশ কিছু কাজ রয়েছে। একদিকে যেমন ‘লাভ এগেন’, ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক সিরিজ, তেমনই রয়েছে ‘জি লে জারা’-এর মতো বলিউড সিনেমার কাজ। ‘সিটাডেল’ সিরিজটি প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এ সিরিজ পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রিয়াঙ্কা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিচার্ড ম্যাডেন।

About the Author: Boss

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *