স্বামীকে নিয়ে সানাইয়ের নতুন বার্তা

দেশের একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। শোবিজকে বিদায় জানিয়ে ধর্ম-কর্মে মনোযোগী হয়েছেন। এরপর অনেকটা গোপনেই আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তবে সেই সুখের সংসারে বাজছে এখন বিচ্ছেদের সুর। রোববার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর থেকেই সেই গুঞ্জন আরও পোক্ত হয়। বর্তমান পরিস্থিতি নিয়ে আরটিভি নিউজ থেকে জানতে চাওয়া হলে বিচ্ছেদের বিষয়ে নিশ্চিত করেন।

daraz

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন সোমবার (২২ মে) সন্ধ্যায়। সেই পোস্টে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম। যে স্বামী বোঝেনি তার স্ত্রী তার কাছে কত টুকু দামি, যে স্বামী বুঝেনি তার ওপর তার বিবাহিত স্ত্রীর অধিকার কতটুকু, যে স্বামী বোঝেনি সংসার কী? যে স্বামী বোঝেনি ইসলাম স্বামীর ওপরে স্ত্রীর অধিকার কতখানি দিয়েছে, যে স্বামী স্ত্রীর অধিকার আদায় কী জিনিস সেটা সম্পর্কে অবগত না, যে স্বামী-স্ত্রীর সম্পর্কের চেয়ে অন্য কিছুকে প্রাধান্য দেয়।’

তিনি আরও লেখেন, ‘আমি মনে করি তার হাতটা আস্তে করে ছেড়ে দেওয়াই উত্তম। ইসলাম যে নারীকে সর্বোচ্চ উঁচু আসনে আসীন করেছে। সেই নারীর সম্মান তো এত কম হওয়ার কথা না। নারী তুমি ভীষণ গুরুত্বপূর্ণ তোমার নিজের কাছে, নিজেকে এত কম দামি মনে করও না। ছেড়ে দেওয়াই উত্তম সেই পুরুষের হাত যে বুঝেনি নারীর কদর। আলহামদুলিল্লাহ। জীবন সব সময় সুন্দর।’

আরও পড়ুন: ভয়ে আছেন সানি লিওন!
প্রসঙ্গত, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বিচরণ ছিল তার। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন।

আরও পড়ুন: মারা গেছেন ‘আরআরআর’ খ্যাত অভিনেতা
সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান। ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে।

About the Author: Boss

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *