যে কারণে সংসার ভাঙছে সানাইয়ের

বিয়ের মাত্র এক বছরের মাথায় ভাঙনের পথে মডেল ও অভিনেত্রী সানাই মাহবুবের সংসার। এ জন্য নিজ শাশুড়িকে দায়ী করছেন এক সময়ের বহুল আলোচিত-সমালোচিত এই মডেল।

রোববার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিচ্ছেদের ইঙ্গিত দেন। এ নিয়ে জানতে চাইলে আরটিভি নিউজকে সানাই মাহবুব বলেন, অনেক চেষ্টা করেছি সংসারটা যেন না ভাঙে। একটা সংসার টিকিয়ে রাখতে দুইজনের চেষ্টা থাকা লাগে। কিন্তু ওর (স্বামী আবু সালেহ মুসা) মাঝে সেটা দেখি না।

তিনি বলেন, আমার শাশুড়ির জন্যই আমাদের সংসারটা ভাঙনের পথে। প্রতিনিয়তই শাশুড়ি আমাকে নিয়ে সমস্যা তৈরি করছে। এ নিয়ে স্বামীকে বললেও সে চুপ থাকে।

আগামী জুনের ৭ তারিখে কোর্টের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক ছাড়াছাড়ি হয়ে যাবে বলে জানান সানাই।

এর আগে, গত বছর অনেকটা গোপনেই আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানাই মাহবুব। খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়ায় অবতার হওয়ার জন্য একসময়ে বহুল আলোচিত ছিলেন এই মডেল।

About the Author: Boss

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *