এখন ছবি পিছু ১০০ কোটি নিচ্ছেন তাঁরা! বলিউড তারকাদের প্রথম ছবির পারিশ্রমিক জানলে অবাক হবেন

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এখন প্রথম সারির নায়ক বললেই শাহরুখ খান, সালমান খান, আমির খান থেকে অক্ষয় কুমারদের নাম উঠে আসবে। ৯০ এর দশকের এই অভিনেতাদের জনপ্রিয়তার নিরিখে টেক্কা দেওয়ার মত সেরকম কেউই নেই বর্তমান প্রজন্মের মধ্যে। এখন তারা ছবি পিছু পারিশ্রমিক পাচ্ছেন ১০০ কোটি টাকা। তবে জানেন কি প্রথম ছবি থেকে কত পারিশ্রমিক পেয়েছিলেন তারা (Bollywood Actors Charges For First Movie)? জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : অমিতাভ বচ্চন যখন প্রথম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন তাকে সেভাবে গুরুত্ব দেওয়া হত না। ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে প্রথম অভিনয় করেছিলেন অমিতাভ। তারপর থেকে প্রায় ৫০ বছর তিনি অতিবাহিত করে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। এখন তার উপার্জন কোটি কোটি টাকা হলেও ওই সময় প্রথম ছবিতে তিনি ৫০০০ টাকা পারিশ্রমিক পান।

শাহরুখ খান (Shah Rukh Khan) : শাহরুখ খান বিগত তিন দশক ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। বলিউডের বেতাজ বাদশা তিনি। ১৯৯২ সালে দিওয়ানা ছবির হাত ধরে তিনি ছবি দুনিয়াতে পা রাখেন। এই ছবির জন্য তাকে ১১ হাজার টাকা দেওয়া হয়েছিল। এখন শাহরুখ ছবি কিছু ১০০ কোটি টাকা নিচ্ছেন।

সালমান খান (Salman Khan) : ১৯৮৮ সালে ‘বিবি হো তো এ্যায়সি’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন সালমান। তবে তার প্রথম ছবি তেমন হিট হয়নি। তিনি প্রথম ছবি থেকে ১১ হাজার টাকা পেয়েছিলেন। পরের বছর ম্যায়নে পেয়ার কিয়া ছবিটি তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। সালমানও এখন শাহরুখের মত ছবি পিছু ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেন।

আমির খান (Aamir Khan) : শাহরুখ খান, সালমান খানদের মত ইন্ডাস্ট্রিতে নিজের আলাদা এক রাজত্ব কায়েম করেছেন আমির খান। ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিটি তাকে বক্স অফিসে বিপুল সাফল্য এনে দেয়। তিনিও তার প্রথম ছবি থেকে ১১ হাজার টাকা পেয়েছিলেন। এখন তিনিও ছবি পিছু ১০০ কোটি টাকা পান।

অক্ষয় কুমার (Akshay Kumar) : আমির, অক্ষয়, সালমানদের মত ঠিক একই সময়ে কেরিয়ার শুরু করেছিলেন অক্ষয় কুমার। তিনি সৌগন্ধ ছবি ইন্ডাস্ট্রিতে পা রাখেন ১৯৯১ সালে। এই ছবির জন্য তিনি ৫১ হাজার টাকা পারিশ্রমিক নেন।

About the Author: Boss

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *